নিমপাতা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। শরীরের যেকোন জায়গায় যে কোন প্রকার এলার্জি কিংবা ক্ষত থাকলে লীজান নিম ফেসিয়াল পানি দিয়ে পেস্ট করে সকাল এবং রাতে আক্রান্ত স্থানে লাগালে ৭ দিনেই চলে যাবে।১ চা-চামচ পরিমাণ নিম ফেসিয়াল পাউডার পানিদিয়ে পেস্ট করে প্রতিদিন একবার সমস্ত মুখম-লে মেখে ১৫ মিনিট রাখলে ত্বকের মসৃণতা এবং উজ্জ্বলতা বাড়বে ।
ব্রণএবং ছোপ-ছোপ দাগ চলেযাবে। ত্বক এলার্জি মুক্ত থাকবে।
১ বালতি পানিতে প্যাকেটের অর্ধেক নিমপ্যাক গুলে মাথাসহ সমস্তশরীর ধুয়ে ফেললে এলার্জী চলে যাবে।
নিমের গবেষণা এখন বিশ্বব্যাপী হচ্ছে। নিমের উপকারীতানিয়ে কোন দ্বিধা নেই।
নিমপাতা ত্বককে এলার্জী মুক্ত দাগ মুক্ত এবং রোগমুক্ত করে।